Site icon অবিশ্বাস

নেত্রকোনার পূর্বধলায় সন্ত্রাসীদের তাণ্ডব, লুটপাট ॥ আহত ৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সম্প্রতি সাতটি গ্রামের প্রদীপ কুমার চক্রবর্তীর বসত বাড়ি দখল করে নেয়ার জন্য স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় সন্ত্রাসীরা ২ মহিলার শালীনতাহানিসহ ৬ জনকে আহত করেছে। আহতরা হলো⎯ সত্য জীবন চক্রবর্তী, বিল্লাল হোসেন, তপন চক্রবর্তী, মালেকা, রতন ও উষারানী। এ ব্যাপারে প্রদীপ কুমার বাদী হয়ে উপজেলার বেড়াইল গ্রামের রোশন আলীর ছেলে শহিদুল ইসলামসহ ৯ জনকে আসামী করে পুর্বধলা থানায় মামলা দায়ের করেছেন। মামলা করায় সন্ত্রাসীরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে প্রদীপ কুমার এখন পালিয়ে বেড়াচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলার সাতটি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি দখলের চেষ্টা করে। বাড়ির মালিক সত্য জীবন ও তার পরিবারের লোকজন এ সময় বাধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং লুটপাট করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও একটি কষ্টি পাথরের মূর্তি নিয়ে যায়। যার দাম প্রায় অর্ধলক্ষাধিক টাকারও বেশী। এ সময় সন্ত্রাসীরা বাড়ির ২ মহিলার শালীনতাহানী করে । মামলার বাদী প্রদীপ কুমার জানান, প্রাণের ভয়ে তিনি বাড়িতে প্রবেশ করতে পারছেন না। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছে না।

আজকের কাগজ, ১১ জানুয়ারি ২০০২

Exit mobile version