সন্ত্রাসী লিটন(২৪) ও তার কতিপয় সঙ্গী গত ৬ অক্টোবর সন্ধ্যার দিকে শ্রীমতি (১২) নামে এক কিশোরীকে বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ অপহৃতা শ্রীমতিকে উদ্ধার করে এবং ঘটনায় লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনা ঘটে নেত্রকোনা শহরের সাতপাই এলাকায়। ঘটনার দিন সন্ধ্যার দিকে এলাকার সন্ত্রাসী লিটন, হারাধন বাপ্পি, কাউসার জাহান (মামুন মজুমদার) ও হারেছ একটি ভাঙ্গা পিস্তল, রামদা, কাতরা ইত্যাদি অস্ত্রসহ নগেন্দ্র দত্তের সাতপাই এলাকায় ভাড়াটে বাসায় হামলা চালায়। তারা অস্ত্র উচিয়ে নগেন্দ্র দত্তের কিশোরী মেয়ে শ্রীমতির মুখে কাপড় বেঁধে তাকে জোর করে অপহরণ করে পাশ্ববর্তী গাইন পাড়া গ্রামের মগড়া নদীর পাড়ে লিটনদের বাড়ির পাশে নিয়ে যায়। এ সময় পিতা নগেন্দ্র দত্তের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ঘটনা সর্ম্পকে অবহিত হয়। তখনই এলাকার গন্যমান্য ব্যক্তিরা লিটনদের বাড়িতে যান এবং শ্রীমতিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন। থানা পুলিশ খবর পেয়ে দ্রুত গাইনপাড়া লিটনদের বাড়িতে যায়। পুলিশ সেখান থেকে শ্রীমতিকে উদ্ধার এবং একই সঙ্গে ঘটনার নায়ক লিটন, হারাধন এবং কাউসার জাহানকে (মামুন মজুমদার) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
দৈনিক মাতৃভূমি, ১১ অক্টোবর ২০০১