Site icon অবিশ্বাস

নেত্রকোনায় সৎমেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ ‘বাবা’ আটক

নেত্রকোনায় সৎমেয়েকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ এক বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার রাতে জেলা শহর থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। পরে আটক হওয়া ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত ওই বাবার নাম রাসেল মিয়া (৩২)। তার পৈত্রিক নিবাস মানিকগঞ্জ জেলা শহরে হলেও গত নয় বছর ধরে নেত্রকোনা শহরে থাকতো ওই ব্যক্তি।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ৯ বছর আগে নেত্রকোনা শহরে এক নারীকে বিয়ে করে অভিযুক্ত রাসেল মিয়া। ওই নারীর আগের স্বামীর একটি মেয়ে সন্তান রয়েছে। মেয়েটি বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। গতকাল বুধবার রাসেল মিয়া ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। সেসময় রাসেলের স্ত্রী বাসায় ছিলেন না। মেয়েটির ডাকে স্থানীয়রা ছুটে এসে রাসেলকে আটক করে। পরে খবর দিলে পুলিশ এলে তাদের কাছে রাসেলকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাতেই বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভুক্তভোগী মেয়েটি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version