নোয়াখালীর সুবর্ণচরে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. ফকির (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু।
রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চর জব্বর ইউনিয়নের কাঞ্চনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি জব্দ করেছে র্যাব।
র্যাব-১১–এর প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, নিহত ফকির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু। তাকে ধরতে র্যাবের একটি দল কাঞ্চনবাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের সঙ্গে ফকিরের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে ফকিরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, র্যাব জানায়, ‘বন্দুকযুদ্ধে’ ২ র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে একাধিক মামলাসহ কমপক্ষে ছয়টি মামলা রয়েছে।
চর জব্বর থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।