Site icon অবিশ্বাস

নোয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও লুট

জেলার বেগমগঞ্জের চৌমুহনীতে ৫টি সংখ্যালঘু পরিবারে হামলা চালিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা নগদ টাকা, সবর্ণালঙ্কারসহ মালামাল লুট করে। অভিযোগে জানা যায়, গত সোমবার রাতে জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র চৌমুহনীর পোড়াবাড়ি এলাকার নাজির মিয়ার বাড়িতে ভাড়াটে ৫টি সংখ্যালঘু পরিবারের ঘরে ঢুকে সুমন, মুন্না, তানিয়াসহ ৬/৭ জন চিহ্নিত সন্ত্রাসী পাওনা টাকা আদায়ের অজুহাতে অস্ত্রের মুখে নগদ টাকা ও সর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নির্বিঘ্নে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় শঙ্কিত হিন্দু সম্প্রদায়ের লোকজন স্থানীয় গণয়মান্য ব্যক্তিদের জানালেও লুট করে নিয়ে যাওয়া কোন মালামাল আজ পর্যন্ত উদ্ধার হয়নি।

সংবাদ, ৯ মার্চ ২০০২

Exit mobile version