Site icon অবিশ্বাস

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত দর্জি আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৪৫ বছর বয়সের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় দর্জি।২৮ জানুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে।

 

শিশুটির মা ও স্বজনরা জানান, জামার মাপ দেওয়ার জন্য গতকাল বিকেলে কালিরহাট বাজারের দর্জির দোকানে যায় শিশুটি। এসময় একা পেয়ে দোকানের পেছনে নিয়ে দর্জি তাকে ধর্ষণ করে বলে বাড়ি ফিরে জানায় শিশুটি। রাতেই পরিবার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ খবর পেয়ে রাতেই কালিরহাট বাজার থেকে অভিযুক্ত দর্জিকে আটক করেছে। তার বাড়ি রাজগঞ্জ ইউনিয়নে।

এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে আজ সকালে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শিশুটির ২৯ জানুয়ারি বুধবার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

ডেইলি স্টার

Exit mobile version