Site icon অবিশ্বাস

নোয়াখালীর চাটখিলে বিকালে ‘গ্রেপ্তার’, রাতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলার গণি মিয়ার দরজা এলাকায় রবিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মনির হোসেন (৩৬) পরকোট ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর রবিবার বিকালে নিজ এলাকা থেকে চিহিৃত মাদক কারবারি মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বের হলে গণি মিয়ার দরজা এলাকায় মনিরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মনির হোসেন গুলিবিদ্ধ হয়। এছাড়া তিন পুলিশ সদস্যও আহত হন। পরে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

ইউএনবি

Exit mobile version