Site icon অবিশ্বাস

নোয়াখালীর হাতিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির উদ্দিনের বিরুদ্ধে দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

বুধবার (১২ ডিসেম্বর) প্রাইভেট পড়ানোর সময় সবাইকে ছুটি দিয়ে কৌশলে ওই ছাত্রীকে বসিয়ে রাখেন। পরে বাকী ছাত্রীরা চলে যাওয়ার পর তাকে একা পেয়ে ছাত্রীকে যৌন হয়রানি করেন। জানা যায়, শিক্ষক মনির উদ্দিন দীর্ঘদিন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনির উদ্দিন’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম ফোনে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রী এবং তার মা এসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাথে সাথে থানাকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সময় নিউজ

Exit mobile version