Site icon অবিশ্বাস

নড়াইলে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত

নড়াইলে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে লোহাগড়া উপজেলার কাউড়ীখোরা-কাঠমোনা এলাকায় এই ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার নারী জানান, ব্যক্তিগত কাজে খুলনা থেকে নড়াইলে যান তিনি। রাতে ফেরার পথে কয়েকজন লোক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তাতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

চিকিৎসক জানান, আহত নারীর মাথায় ১০টি সেলাই দেয়া হয়েছে। তার একটি হাতও ভেঙে গেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

আমাদের সময়

Exit mobile version