চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পশ্চিম মেলঘর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি দুর্গা মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে। ১০ অক্টোবর রোববার দিবাগত রাতে উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটে।
প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে আজ সোমবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউনুছ তালুকদার, দক্ষিণ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রুবেল দেব, পটিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পৌরসভার সভাপতি প্রণব দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তাপস দে, সহসভাপতি দিলীপ ঘোষ দিপু, উপজেলা জন্মাষ্টমী পরিষদ সভাপতি শ্যামল মাস্টার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দে জানান, পূজামণ্ডপ লোহার গ্রিলে তালাবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু রাতে কে বা কারা লোহার পাইপ দিয়ে প্রতিমার মাথা টেনে ভেঙে ফেলে। আজ সোমবার ভোরে প্রতিমা নির্মাণের কারিগররা মণ্ডপে কাজ করতে এলে প্রতিমার মাথা ভাঙা অবস্থায় দেখে কমিটির লোকজনকে খবর দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিমা মেরামত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।