Site icon অবিশ্বাস

পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে পিতা ইউসুফ ফকিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ১৮ জুলাই রবিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই ইউসুফ ফকিরকে আমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ওই কিশোরীর মা দ্বিতীয় স্বামী হিসেবে ইউসুফ ফকিরকে বিয়ে করে কক্সবাজারে বসবাস করতেন। করোনা মহামারীর মধ্যে লকডাউনে স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় অবস্থান করছিল। ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে।

এ সময় ইউসুফ ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার বেশ কয়েকদিন পর ওই কিশোরী বিষয়টি মাকে জানায়।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন

Exit mobile version