Site icon অবিশ্বাস

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গনি গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ মে রবিবার রাতে রাঙ্গাবালী থানায় ওই শিশুর দাদী আনোয়ারা বেগম বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামি একই ইউনিয়নের ফুলখালী গ্রামের হাসান ফকির (৩৫)। তিনি সম্পর্কে শিশুটির চাচতো বোন জামাই। নির্যাতনের শিকার শিশুটির পরিবারের অভিযোগ, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুক্রবার (৩ মে) রাতে ওই শিশু ও তার পরিবারের লোকজন নিজ বাড়ি ছেড়ে সংলগ্ন মাটির কিল্লায় আশ্রয় নেন। পরেরদিন শনিবার (৪ মে) সকালে ঝড় কিছুটা কমলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। তবে পথিমধ্যে বৃষ্টিতে শিশুটির জামা-কাপড় ভিজে যায়।

বাড়ি ফিরে চাচাতো চাচার ঘরে গিয়ে ওই শিশু জামা-কাপড় পরিবর্তন করে। এসময় ঘরটিতে হাসান ফকির একা অবস্থান করছিল। ঘর ফাঁকা পেয়ে হাসান ফকির জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল রবিবার তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ওই হাসাপাতালেই চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা-বাবার দাবি, অভিযুক্ত আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

জনকণ্ঠ

Exit mobile version