Site icon অবিশ্বাস

পানছড়িতে বৌদ্ধ বিহারে সেটেলার বাঙালির হামলায় গুরুতর আহত এক বৌদ্ধ ভিক্ষু

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলার পুজগাং এলাকার এক বৌদ্ধ বিহারে দুই সেটেলার বাঙালির ধারালো অস্ত্রের হামলায় অগ্রজ্যোতি ভান্তে নামে এক বৌদ্ধ ভিক্ষু গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত বৌদ্ধ ভিক্ষু বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  ৩১ মে ২০২১ ভোররাত ১২:৩০ টার দিকে দুই সেটেলার বাঙালি পুজগাং প্রজ্ঞাসাধনা বৌদ্ধ বিহারে অতর্কিতে প্রবেশ করে ধারালো দা ও লোহার রড দিয়ে বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি ভান্তেকে হামলা করে। হামলায় ধারালো দা’এর আঘাতে ভান্তের মাথায় মারাত্মক ঘা’এর সৃষ্টি হয় এবং লোহার রডের আঘাতে পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন সৃষ্টি হয়।
ভান্তেকে জখম করার সাথে সাথে হামলাকারী সেটেলার বাঙালিরা বিহারে থাকা টাকা-পয়সাও লুট করে নিয়ে যায়।

পরে বিহারের পার্শ্ববর্তী আদিবাসী জুম্মরা এগিয়ে আসেন এবং গুরুতর আহত অবস্থায় ভান্তেকে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ভান্তে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, হামলার সময় অগ্রজ্যোতি ভান্তে হামলাকারী এক সেটেলার বাঙালিকে চিনতে পারেন। ওই হামলাকারী সেটেলার বাঙলিসহ কয়েকজন সেটেলার বাঙালি প্রায়ই শ্রমিক হিসেবে বিহারে কাজ করতে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন গ্রামবাসীর ধারণা, বিহারে লুটপাট এবং বিহারের জায়গা বেদখলের উদ্দেশ্যে সেটেলার বাঙালিরা পরিকল্পিতভাবে এই ভান্তের উপর এই হামলা চালিয়েছে। তাদের ধারণা, প্রত্যক্ষভাবে হামলাকারী দুই সেটেলার বাঙালি ছাড়াও আরও কয়েকজন সেটেলার বাঙালি এই হামলায় যুক্ত থাকতে পারে।

শেষ খবর পর্যন্ত, হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় নি প্রশাসন।

হিল ভয়েস

Exit mobile version