Site icon অবিশ্বাস

পাবনার চাটমোহরে ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেফতার

পাবনার চাটমোহর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২৬ ডিসেম্বর শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাটমোহর পৌরসভার এক কাউন্সিলরের করা মামলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন কে এম বেলাল হোসেন। তিনি চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাপ্তাহিক সময়-অসময় পত্রিকার সম্পাদক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আগামী সোমবার চাটমোহর পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া হবে। এতে ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাজ হাসানও প্রার্থী হয়েছেন। গতকাল শুক্রবার রাতে বেলাল ফেসবুকে হাসানকে নারীঘটিত বিষয়ে জড়িয়ে পোস্ট দেন। এ ঘটনায় রাতেই বেলালকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হাসান। আজ দুপুরে ডিবির একটি দল উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ডিবির ওসি তোজাম্মেল হক সন্ধ্যা ছয়টার দিকে বলেন, গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে তাঁকে আদালতে পাঠানো হবে।

প্রথম আলো

Exit mobile version