Site icon অবিশ্বাস

পাবনার ভাঙ্গুড়ায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

পাবনার ভাঙ্গুড়ায় সোহেল রানা জগলু (৪৬) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মণ্ডতোষ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জগলু ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে কলেজছাত্রীর পরিবার।

 

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সোমবার রাত ৮টার দিকে ওই কলেজছাত্রী নিজ বাড়ি থেকে ১০০ গজ দূরে চাচার দোকানে তার মায়ের জন্য পান কিনতে যায়। দোকান থেকে ফেরার পথে নির্জন এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুই সন্তানের জনক জগলু ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক টেনেহিঁচড়ে মাঠের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে জগলু পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে জগলু কলেজছাত্রীর পরিবারকে নানাভাবে হুমকি দেয়। এতে গ্রামপ্রধানরা সালিস করে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত নেন।

২০ জানুয়ারি বুধবার রাতে সালিস ডাকা হয়। কিন্তু জগলু সালিসে উপস্থিত না হয়ে উল্টো ওই কলেজছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। এতে গ্রামপ্রধানদের পরামর্শে বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন কলেজছাত্রীর বাবা।

মণ্ডতোষ গ্রামের ইউপি সদস্য সাগর হোসেন বলেন, কলেজছাত্রীকে শ্লীলতাহানির বিষয়ে সালিস করে অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিচারের প্রক্রিয়া করা হয়। কিন্তু অভিযুক্ত সালিসে হাজির হয়নি বলে থানায় অভিযোগ দেওয়া হয়।

অভিযোগপ্রাপ্তির কথা নিশ্চিত করে এসআই মোদাচ্ছের হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে মামলা রুজু করা হবে।

কালের কণ্ঠ

Exit mobile version