পাবনার ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় সোহেল হোসেন জগলু (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মন্ডতোষ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জগলু ওই গ্রামের মোহাম্মদ হাজীর ছেলে। তিনি ওই কলেজছাত্রীর দূর সম্পর্কের চাচা হন।
স্থানীয়রা জানায়, গত ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে দোকান থেকে মায়ের জন্য পান কিনে ফেরার পথে কলেজছাত্রীকে জগলু কুপ্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মুখ চেপে ধরে তাকে সড়কের পাশের বাগানে নিয়ে যান। এ সময় কলেজছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে জগলু পালিয়ে যান। পরদিন কলেজ ছাত্রীর পরিবার থানায় যাওয়ার সময় জগলুর লোকজন তাদের ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেন। এর পরের দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আফছার মাস্টারের নেতৃত্বে, ইউপি সদস্য মো. সাগর আলীর আহ্বানে ও ওহাব আলীর সভাপতিত্বে মন্ডতোষ সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে সালিশের আয়েজন করা হয়। কিন্তু সেখানে অভিযুক্ত সোহেল জগলু ও তার পরিবারের কেউ উপস্থিত হয়নি। পরে বৃহস্পতিবার সকালে কলেজছাত্রী নিজে বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, অভিযোগের পর থেকে আসামিকে ধরার জন্য তৎপর ছিল পুলিশ। বিভিন্ন কৌশলের পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।