Site icon অবিশ্বাস

পাবনায় তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লুটপাট

পাবনা সদর উপজেলার টিকুরী গ্রামে তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে একপক্ষের মুসুল্লীরা।

 

করোনা সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে রমজান মাসে তারাবি নামাযে ১২ জনের বেশি সমবেত না হয়ে নামাজ আদায় করার ব্যাপারে বলেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রোজা শুরুর পর থেকেই দাপুনিয়া ইউনিয়নের টিকুরী পশ্চিম পাড়া জামে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছেন। এই নিয়ে ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

পরবর্তীতে সংঘর্ষ এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ চলে আসার পর পুনরায় প্রতিপক্ষরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে টিকুরী গ্রামের ছাদেক বিশ্বাসের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

হামলার শিকার টিকুরী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শারমিন বেগম (২৫) জানান, তাদের বাড়ি ঘর হামলা চালিয়ে এলাকার দুর্বৃত্তরা সব কিছু লুট করে নিয়ে গেছে। সমস্যা সমাধানে ও নিরাপত্তার জন্য পাবনা সদর থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমকাল

Exit mobile version