Site icon অবিশ্বাস

পাবনায় ১১ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

 

২৪ ডিসেম্বর ভোর ৪টার দিকের এ ঘটনায় নিহত আমিন শেখ (৪০) উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।

র‌্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় তিনটি করে হত্যা ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের ভাষ্য, রাজাপুর এলাকায় এদকল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে চালায় র‌্যাব।

‘উপস্থিতি টের পেয়ে ডাকতরা গুলি করলে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’ বলেন তিনি।

ইউএনবি

Exit mobile version