Site icon অবিশ্বাস

পাহাড়তলিতে পরকালের ভয় দেখিয়ে ২ ছাত্রকে ধর্ষণ, আদালতে মাদ্রাসা শিক্ষকের দায় শিকার

চট্টগ্রামে ছাত্র ধর্ষণের কথা আদালতে বৃহস্পতিবার স্বীকার করেছেন গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমান আজিজ (২৬)। ইহকাল ও পরকালের ভয় দেখিয়ে ছাত্রদের ধর্ষণ করতেন বলেও এদিন আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন।

 

গ্রেফতার আজিজ নগরীর পাহাড়তলী থানাধীন ‘আব্দুল নগর দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার’ হেফজখানার শিক্ষক।

ওই মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রের অভিভাবকের থানায় অভিযোগের ভিত্তিতে ২৬ মে বুধবার মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২৭ মে বৃহস্পতিবার আজিজকে আদালতে তোলা হলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মৃত আবদুস সালামের ছেলে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, ‘ইহকাল ও পরকালের ভয়-ভীতি দেখিয়ে পাহাড়তলী আব্দুল নগর দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে দীর্ঘ ৫-৬ মাস ধরে ধর্ষণ করে আসছিল বলে স্বীকার করেছেন।

যুগান্তর

Exit mobile version