Site icon অবিশ্বাস

পিরোজপুরের নাজিরপুরে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম হাওলাদার (৪০) নামের এক যুবককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৫ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

রিয়াজুল ইসলাম হাওলাদার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত মোজাফফার আলী হাওলাদারের ছেলে।

নির্যাতিতা গৃহবধূর মা বলেন, বিয়ের আগে থেকেই আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই ব্যক্তি। ফলে গত একবছর আগে মেয়েকে বিয়ে দেই। কয়েক দিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মেয়ে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে আমি বিশেষ কাজে পাশের বাড়িতে যাই। এ সুযোগে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে রিয়াজুল ইসলাম হাওলাদার। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান বলেন, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জাগো নিউজ

Exit mobile version