Site icon অবিশ্বাস

পিরোজপুরের ভান্ডারিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, খালাসহ গ্রেফতার ২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা মহল্লায় কলেজ ছাত্রীকে (১৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগীর খালাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মাকসুদুর রহমান।

 

গ্রেফতার দুই ব্যক্তি হলো – ভুক্তভোগী দূর সম্পর্কের খালা ফিরোজা বেগম ও সোহেল মুন্সী। গ্রেফতার সোহেল লক্ষিপুরা মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজুর রহমান ফিরোজ মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী কলেজে ভর্তির সময়ে রেখে যাওয়া সার্টিফিকেট নিতে সম্প্রতি খালা ফিরোজা বেগমের ভাড়া বাসায় যায়। মঙ্গলবার সকালে এলাকায় বখাটে বলে পরিচিত সোহেল মুন্সি দরজা নক করে ঘরের ভেতরে প্রবেশ করে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকার করলেও খালা ফিরোজা বেগম সাহায্য করতে এগিয়ে আসেনি। এক পর্যায়ে চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।

ওসি এম মাকসুদুর রহমান জানান, “এ ঘটনায় ওই কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।”

ঢাকা ট্রিবিউন

Exit mobile version