Site icon অবিশ্বাস

পিরোজপুরে জামাত শিবিরের তাণ্ডব

পিরোজপুরের নাজিরপুরে জামাত কর্মীরা সাতিয়া বাজারে লুটপাট করেছে। তারা আওয়ামী লীগ কর্মী বিনয় রায়কে মারধর করেছে। সেখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই থানার টোনা ইউনিয়নে কুণ্ডু বাড়ি লুটপাট এবং বাড়ির লোকজনদের মারধর করা হয়। পিরোজপুর পৌরসভার নামাজপুরে শিশির হালদারকে মারধর করেছে। সদর উপজেলার আলমকাঠিতে পিন্টুর মাতাকে জামাত শিবির কর্মীরা মারধর করে। তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের কাগজ, ৩ অক্টোবর ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version