Site icon অবিশ্বাস

পিরোজপুরে হিন্দু ব্যবসায়ীর লাশ উদ্ধার, শরীরে ‘আঘাতের চিহ্ন’

পিরোজপুরের নাজিরপুরে এক হিন্দু ব্যবসায়ী যুবকের লাশ পাওয়া গেছে, যার মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

 

১১ আগস্ট বুধবার উপজেলার মাটিভাঙ্গা ইউয়িননের মধ্য বানিয়ারী গ্রামে একটি খাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তন্ময় তারুয়া (২৬) মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামের বলরাম তরুয়ার ছেলে; তিনি স্থানীয় দীঘিরজান বাজারে মোবাইল ব্যাংকিং, লোড ও কম্পিউটার অপারেটরের কাজ করতেন।

তন্ময়ের বাবা বলরাম তরুয়া বলেন, তন্ময় মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বলে মোবাইলে বাড়িতে জানিয়েছিলেন। কিন্তু রাত অনেক হলেও বাড়ি না ফেরায় রাত ২টার দিকে ছোটো ছেলেকে নিয়ে তিনি [বলরাম] তাকে খুঁজতে বের হন।

“এক পর্যায়ে মধ্য বানিয়ারীর হায়দার মেম্বারের পুরান বাড়ি সংলগ্ন সেতুর কাছে তার মরদেহ ভাসতে দেখা যায়। এর কিছু দূরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়।”

মরদেহের মাথার পিছনে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।

নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান বলেন, ওই যুবকের কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না দুর্ঘটনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version