Site icon অবিশ্বাস

পুলিশের ফেসবুক পেইজে আপত্তিকর মন্তব্য করে যুবক গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজের একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করায় মিজানুর রহমান (২৬) নামে এক যুবককে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমান নামে ওই যুবককে ৮ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার দক্ষিণ রাঢ়ীখাল গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কামরুজ্জামান আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজের একটি পোস্টে মিজানুর আপত্তিকর মন্তব্য করেন। সেই অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্য ডেইলি স্টার

Exit mobile version