Site icon অবিশ্বাস

পুলিশ হেফাজতে বিশ্বনাথের হত্যাকারী হিসেবে ওসির অপসারণ দাবি

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ হেফাজতে নিহত বিশ্বনাথ মণ্ডলের হত্যাকারী হিসেবে থানার ওসিকে চিহ্নিত করে তাকে অপসারণ, গ্রেফতার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদ তিন দিনের আন্দোলন কর্মসূচির
দ্বিতীয় দিনে জনতা মিছিল সহকারে গতকাল শনিবার বিকেলে কালিগঞ্জ থানা ঘেরাও করে। সর্বদলীয় সংগ্রাম পরিষদের তিন দিনের কর্মসূচির অংশ হিসাবে আজ রোববার কালিগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

গতকাল ঘেরাও শেষে শিল্পকলা একাডেমী চত্বরে সংগ্রাম পরিষদের সভাপতি ডা. মিলন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল বারি, স ম আলম, ওহেদুজ্জামান ও অ্যাভোকেট মোজাহার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আজ রোববারের মধ্যে কালিগঞ্জ থানার ওসি এরশাদুল কবীর চৌধুরীকে অপসারণপূর্বক গ্রেফতার না করলে বৃহত্তম আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রথম আলো, ৫ আগস্ট ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version