Site icon অবিশ্বাস

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’; রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ঝালকাঠির রাজাপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অনিমেষ মন্ডল সমকালকে জানান, বুধবার রাতে ঝালকাঠি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির খান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

ওসি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন।

রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সমকাল

Exit mobile version