Site icon অবিশ্বাস

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীকে ফেসবুকে ‘কটূক্তি’ করায় ট্রাকচালক গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মো. মনসুর (২৯) নামের এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (৬ জুলাই) ভোরে ফটিকছড়ি থানার নাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মনসুর নাজিরহাট পৌরসভার দৌলতপুর আব্দুর রশীদ সওদাগর বাড়ির মৃত নূর আহমদের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার  জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অপরাধে ওই ট্রাকচালকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জাগো নিউজ

Exit mobile version