Site icon অবিশ্বাস

ফটিকছড়িতে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

ফটিকছড়িতে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক। আহত ছাত্রকে ফটিকছড়ি উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফটিকছড়ি জেইউ সিনিয়র মাদ্রাসার হেফজখানার ছাত্র মো. ইরফান বৃহস্পতিবার বাথরুমে দাঁড়িয়ে প্রস্রাব করায় শিক্ষক মাওলানা হাফেজ আব্বাস তাকে বেধড়ক পেটান। এ খবর পেয়ে তার বাবা মো. হাসেম ছেলেকে উদ্ধার করে ইউএনও সায়েদুল আরেফিনের কাছে নিয়ে গেলে তাকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠান। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অভিযোগ দেন মো. হাসেম। তিনি তার শিশুসন্তানকে অহেতুক অমানবিকভাবে মেরে আহত করায় প্রতিকার দাবি করেন।

জানতে চাইলে হেফজখানার প্রধান মাওলানা আবু তাহের বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল আরেফিন জানান, মাদ্রাসার একজন শিশুছাত্রকে অমানবিকভাবে মেরে আহত করায় ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতারকে বলা হয়েছে।

সমকাল

Exit mobile version