Site icon অবিশ্বাস

ফতুল্লায় বাসচাপায় রিকশাচালক নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় কামাল হোসেন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে পুরাতন সড়কের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা বাসসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত কামাল ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। কামাল বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। ফতুল্লার আলীগঞ্জের কাজিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় মাসুদের অটোরিকশা ভাড়ায় চালাতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, ঢাকাগামী বাসটি (ঢাকা মেট্রো- ব ১১-৪০৪২) রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হন। এসময় স্থানীয়রা বাসসহ বাসের চালক রবিউল আউয়ালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Exit mobile version