Site icon অবিশ্বাস

ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসার ১০ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্টি ইকরা ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার দশ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন এক শিক্ষক। এ অমানবিক ঘটনাটি ঘটেছে ৩ মার্চ মঙ্গলবার দুপুরে। বিকালে ছুটি হলে সবাই বাড়ি গেলে জানাজানি হয়। সন্ধ্যায় এ ঘটনায় ওই গ্রামের মাতবর ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শুক্রবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, ওই মাদ্রাসার ক্লাস চলাকালীন ২য়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির দশ শিক্ষার্থীর চুল কেটে দেন ওই মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমান। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই দশ শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। এলাকার গণ্যমান্য ও মুরব্বিরা এ ঘটনায় উপযুক্ত সালিশ করে দেবেন বলে ক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করেন।

কয়েক শিক্ষার্থী জানায়, সোমবার শিক্ষক মিজানুর রহমান তাদের চুল ছোট করে কেটে মাদ্রাসায় আসতে বলেন। পরে তারা চুল ছোট করে কেটে মাদ্রাসায় আসেন। অনেক শিক্ষার্থীর চুল কাটা মিজান স্যারের পছন্দ না হওয়ায় তিনি শ্রেণিকক্ষে কেচি দিয়ে এলোমেলো ও গর্ত করে ১০ জনের চুল কেটে দেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে কোনো শিক্ষক ছাত্রদের চুল কাটতে পারেন না। আমি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিচ্ছি।

যুগান্তর

Exit mobile version