Site icon অবিশ্বাস

ফরিদপুরের ভাঙ্গায় ৮ বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে

ফরিদপুরের ভাঙ্গায় হোটেল কর্মচারী ৮ বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মে) উপজেলার ঘারুয়া বাজারের ‘আখি হোটেল’র মালিক ইয়াকুব শেখের (৩০) বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ ওঠে।

 

ধর্ষণের শিকার শিশুটি ওই হোটেলের কর্মচারী। শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, আমার ছেলে হঠাৎ দুপুরে এসে কাঁদতে কাঁদতে বলে মালিক তার সাথে খারাপ কাজ করেছে। আমার খুব ব্যথা করতেছে। পরে দেখি রক্তে ওর প্যান্ট ভিজে গেছে। আমার ছেলের সাথে যে নোংরা কাজ করেছে আমি তার বিচার চাই।

এদিকে স্থানীয় মাতুব্বররা টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি লুৎফর রহমান বলেন, ঘটনা শুনেছি। তবে ওই শিশুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জাগো নিউজ

Exit mobile version