Site icon অবিশ্বাস

ফরিদপুরের মধুখালীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুরের মধুখালীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করার খবর পাওয়া গেছে। ৫ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মন্দিরের সামনে পরিষ্কার করার সময় এক নারী মন্দিরের প্রতিমা ভাঙা দেখতে পানে। পরে স্থানীয় ও প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিআইডি, ডিএসবির কর্মকর্তারা, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় দোষীদের শাস্তির দাবি করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা কালী প্রতিমা ভেঙে ফেলেছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মন্দিরের মালিক অলোক রুদ্র বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক

Exit mobile version