Site icon অবিশ্বাস

ফরিদপুরে মন্দির ও প্রতিমা ভাঙচুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ফুলতলা রক্ষাচণ্ডী মন্দির ও মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ৫ মার্চ  বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস জানান, শতবর্ষের পুরনো রক্ষাচণ্ডী মন্দিরটি দুটি ছাপড়াঘর নিয়ে গঠিত। ঘর দুটির একটিতে রক্ষাচণ্ডী এবং অন্যটিতে জবা সিন্ধুর প্রতিমা ছিল। প্রতিদিন ভোরে এখানে সনাতন ধর্মাবলম্বীরা পূজা করে থাকে। ৬ মার্চ শুক্রবার সকালে পূজা দিতে গিয়ে দেখা যায়, কে বা কারা ছাপড়ঘর দুটি ভেঙে সড়কের পাশের খাদে ফেলে রেখেছে। এ ছাড়া রঙ্গাচণ্ডীর প্রতিমা ভেঙে সড়কের পাশে এবং জবাসিন্ধুর প্রতিমা ভেঙে ছাপড়াঘরের স্থানেই ফেলে রাখা হয়েছে। আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটির সদস্যদের এ ব্যাপারে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কালের কণ্ঠ

Exit mobile version