Site icon অবিশ্বাস

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, হাসপাতালে ভর্তি

 

শিশুটিকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমীর হামজা বলেন, শিশুটিকে অসুস্থ অবস্থায় ১৬ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়।

“ধর্ষণচেষ্টার লক্ষণ পেয়েছি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় ১৭ এপ্রিল শনিবার সকালে শিশুর মা বোয়ালমারী থানায় অভিযোগ দিয়েছেন বলে থানার এসআই কাজী রিপন জানিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, শিশুটি শুক্রবার বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করতে গেলে একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ফুঁসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ছেড়ে দেন।

রাতে শিশুটি অসুস্থ হলে পরিবার জানতে পারে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোয়ালমারী থানার এসআই কাজী রিপন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version