Site icon অবিশ্বাস

ফুলপুরে সন্ত্রাসী কর্তৃক শ্যালো মেশিন ভাঙচুর জ্যোতিষ দেবনাথের চাষাবাদ ব্যহত

সন্ত্রাসী কর্তৃক জমির সেচ কার্যে ব্যবহৃত স্যালো মেশিন ভেঙে ফেলায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দা থানার জ্যোতিষ চন্দ্র দেবনাথের (৬০) চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়ায় সন্ত্রাসীরা জ্যোতিষ ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জ্যোতিষ দেবনাথ এবং এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, একই ইউনিয়নের মধুপুর গ্রামের জ্যোতিষ দেবনাথের সঙ্গে একই গ্রামের মোতালেবের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে। এ অবস্থায় গত ২ ফেব্রুয়ারি চিহ্নিত সন্ত্রাসীরা জ্যোতিষ দেবনাথের স্যালো মেশিনটি ভেঙে ̧গুড়িয়ে দেয়। জানা গেছে, ঘটনার পর স্থানীয় এলাকাবাসী এ ঘটনাটির মীমাংসার চেষ্টা করেন। কিন্তু সমস্যার তেমন কোনো সমাধান না হওয়ায় জ্যোতিষ দেবনাথ তারাকান্দা থানায় গত ১৫ ফেব্রুয়ারি একটি অভিযোগ পেশ করেন। অভিযোগে তিনি স্যালো মেশিন ভাঙচুরের জন্য মোতালেব গংকে দায়ী করেন। আলোচিত এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব বলেন, আদালতের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগের তদন্ত শুরু হবে। অভিযোগ সত্য হলে দোষীদের গ্রেপ্তার করা হবে।

প্রথম আলো, ৬ মার্চ ২০০২

Exit mobile version