Site icon অবিশ্বাস

ফেইসবুকে কথিত ‘ধর্মের অবমাননা’, জয়পুরহাটে যুবক গ্রেপ্তার

ফেইসবুকে ‘ধর্মের অবমাননার’ অভিযোগে জয়পুরহাট শহরের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ২৫ নভেম্বর বুধবার রাতে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

২৬ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গ্রেপ্তার সাজেদুর রহমান সুমনগ্রেপ্তার সাজেদুর রহমান সুমনগ্রেপ্তার সাজেদুর রহমান সুমন (২৭) শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার পাশাপাশি নারীদের প্রতি সম্মানহানিকর মন্তব্যও করেছেন।

এতে ক্ষুব্ধ হয়ে জয়পুরহাট সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন বাদী হয়ে সুমনের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় জয়পুরহাট সদর সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version