Site icon অবিশ্বাস

ফেনীতে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

ফেনীতে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের ঘটনায় জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম টিপু (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ফেনী র‌্যাব-৭ এর কমান্ডার নুরুজ্জামান বলেন, যুবদল নেতা নজরুল ইসলাম টিপু ওই গৃহবধূর বাসায় ঢুকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে নাকে রুমাল চেপে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ করে তার ভিডিও-ছবি ধারণ করে।

পরে ভিডিওসহ ছবিগুলো গৃহবধূর স্বামীকে দেখাবে এবং সামাজিক মাধ্যমে ছেড়ে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ চালান ও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে আরো টাকা দাবি করেন তিনি।

র‌্যাব জানায় , উক্ত ঘটনায় গত ৫ এপ্রিল ওই ভুক্তভোগী গৃহবধূ ফেনীর মহিপালে র‌্যাব ৭ ক্যাম্পে অভিযোগ দিলে র‌্যাবের একটি দল ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। ঘটনার সত্যতা পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে বুধবার বিকেলে ফেনী শহরের রেনেসাঁ টাওয়ারের সপ্তমতলার নিজ বাসা থেকে টিপুকে আটক করে ওই গৃহবধূর মুখোমুখি করলে দোষ স্বীকার করেন টিপু।

দলীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত টিপু সোনাগাজি উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শাহীন একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃত মো: মোস্তফার ছেলে ও জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক বলে জানিয়েছেন তার সংগঠনের নেতারা ।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত টিপুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ধর্ষণ ও অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের হয়েছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version