Site icon অবিশ্বাস

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণ চেষ্টা’: চাচা শ্বশুর গ্রেপ্তার

ফেনীতে এক প্রবাসী কর্মীর গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

২৬ জুন শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব।

আগের রাতে দানভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের চনু পাটোয়ারী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিজাম উদ্দিন নিজাম (৪০) দক্ষিণ নেয়াজপুর গ্রামের চনু পাটোয়ারী বাড়ির মহরম আলীর ছেলে। তিনি সম্পর্কে ওই গৃহবধুর দূরসম্পর্কের চাচা শ্বশুর।

গৃহবধূর মামলার এজাহার উদ্ধৃত করে পার্থ প্রতিম দেব জানান, গৃহবধূ দুই শিশু সন্তানসহ বাড়িতে বাস করেন।

সম্প্রতি তার দূরসম্পর্কের চাচা শ্বশুর নিজাম উদ্দিন ওই গৃহবধূর সাথে অহেতুক কথা বলার এবং বিভিন্ন অজুহাতে তার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন।

গত ১৬ জুন রাতে দুই শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে এ গৃহবধূ ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় নিজাম উদ্দিন জোর করে তার ঘরে ঢুকে পড়েন। এ সময় নিজাম গৃহবধূর মুখে চেপে ধরে তার শোবার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় গৃহবধূর চিৎকারে তার শিশু সন্তানরা ঘুম থেকে উঠে কান্নাকাটি জুড়ে দিলে নিজাম দৌঁড়ে পালিয়ে যান।

পরে প্রবাসী স্বামী ও গ্রামের মুরুব্বিদের সাথে আলাপ করে ঘটনার নয়দিন পর গত শুক্রবার রাতে গৃহবধূ দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পার্থ প্রতিম দেব আরও জানান, গৃহবধূর মামলার পর আসামি নিজাম উদ্দিনকে শুক্রবার রাতিই গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version