Site icon অবিশ্বাস

ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে রমজান আলী শাহিন (৩৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর সম্পর্কে চাচা হয় ওই শিক্ষক।

 

শনিবার (২২ মে) রাতে কিশোরীর মা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত শিক্ষক উপজেলার জয়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ গ্রামের ওয়াহেদ মিঝি বাড়ির হারিছ আহমদের ছেলে। তিনি উত্তর বারাহি গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়েকে দুই দুইবার ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে কাউকে কিছু বললে স্কুলে গেলে মারধর করবে বলে ভয়-ভীতি দেখায়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সময় নিউজ টিভি

Exit mobile version