Site icon অবিশ্বাস

ফেনীর ছাগলনাইয়াতে ‘গোলাগুলি’, নিহত ১

ফেনীর ছাগলনাইয়াতে  ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। তার নাম নজরুল ইসলাম নকুল (৩২)। পুলিশের দাবি মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনি।

 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছে। গোলাগুলির শব্দ শুনে পুলিশের একটি টহল দল ওই স্থানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ সেখানে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঁঞা বলেন, ছাগলনাইয়া থানার পুলিশ ভোরের দিকে গুলিবিদ্ধ এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version