Site icon অবিশ্বাস

ফেনীর ছাগলনাইয়ায় তরুণী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ মটুয়া গ্রাম থেকে ১২ আগস্ট বৃহস্পতিবার রাতে মোজাম্মেল হোসেন রাকিব (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করেন তারা।

রাকিব ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের নতুন পাড়ার সিরাজ উল্লার ছেলে।

মামলার বরাতে ওসি জানান, “বিয়ের কথা দিয়ে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ৭ অগাস্ট পর্যন্ত এক তরুণীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে রাকিব।

“এক পর্যায়ে মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে রাকিব অস্বীকৃতি জানায়। পরে ওই তরুণী বাদি হয়ে বুধবার ছাগলনাইয়া রাকিবের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করলে অভিযান চালিয়ে পুলিশ রাকিবকে গ্রেপ্তার করে।”

এর আগে ফেনী জেনারেল হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version