Site icon অবিশ্বাস

ফেসবুকে ইসলাম ধর্ম ‘অবমাননা’ করে পোস্ট দেওয়া পীরগঞ্জের হিন্দু কিশোর গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে কথিত ইসলাম ধর্ম-অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রধান আসামিকে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ-মিঠাপুকুর সার্কেল) মো. কামরুজ্জামান।

 

সোমবার (১৮ অক্টোবর) ওই কিশোরকে জয়পুরহাটে আটক করার পর রংপুরে আনা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

পুলিশ জানায়, ওই কিশোর পবিত্র কাবা শরীফের চরম অবমাননাকর ছবি তার ফেসবুকে ওয়ালে পোস্ট করে। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়ায় পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গোষ্ঠী পীরগঞ্জ বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা চালিয়ে ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, অর্ধশতাধিক বাড়ি ভাংচুর করে ও নগদ অর্থ এবং মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। তিনি জানান, এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও অনেকের কথা উল্লেখ করা হলেও কোন সংখ্যা উল্লেখ করা হয়নি।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version