Site icon অবিশ্বাস

ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে আঘাতের পোস্ট শেয়ার, সোনালী ব্যাংকের হিন্দু এজিএম বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করায় সোনালী ব্যাংকের সাতক্ষীরা শাখার সহকারি শাখা ব্যবস্থাপক (এজিএম) মনোতোষ সরকারকে সাময়িক বরখাস্ত হয়েছেন।

 

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়েছে যে, মনোতোষ সরকার (জি-৩৫৯৪০) সহকারি শাখা ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করেছেন। যা ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সুযোগ সৃষ্টি করেন। এর প্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকুরি প্রবিধানমালা ২০০৮ এর ৪৪ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আপনাকে (মনোতোষ সরকার) স্মারকজারীর তারিখ হতে এ ব্যাংকের চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে মনোতোষ সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, “বাইরে আছি, পরে কথা হবে।”

ঢাকা ট্রিবিউন

Exit mobile version