Site icon অবিশ্বাস

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত, রাঙ্গাবালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় টিকটকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে মহিউদ্দিন বয়াতী (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান।

মোহাম্মাদ মিজান জানান, আটক মহিউদ্দিন ওই ইউনিয়নের পূর্ব চরমোন্তাজ গ্রামের হালেম বয়াতীর ছেলে। পেশায় সে একজন ভাড়ায় চালিত মটরসাইকেলের চালক। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে চরমোন্তাজ স্লুইস বাজার থেকে মহিউদ্দিনকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক

Exit mobile version