Site icon অবিশ্বাস

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, রাজনগরে ডিজিটাল আইনে গ্রেফতার ১

প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে রায়হান আহমদ নামে এক যুবককে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন ও এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ রায়হানকে নিজ বাড়ী থেকে মোবাইলসহ আটক করে।

এসআই বিনয় ভূষণ চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত ছবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার মূর্তি অবমাননা করে ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করে রায়হান৷ এতে সাম্প্রতিক দাঙ্গার আশঙ্কা ছিলো। তাকে আটকের সময় মোবাইলে সেইসব বিকৃত ছবি পাওয়া গেছে। তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, রায়হান আহমদ রাজনগর উপজেলার মুন্সীবাজারে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত। তার বাড়ি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামে।

সিলেট ভয়েস

Exit mobile version