Site icon অবিশ্বাস

ফেসবুকে মহাম্মদ সম্পর্কে কথিত কটুক্তি্র গুজব, পিরোজপুরে হিন্দু ব্যক্তি গ্রেপ্তার

 মুহম্মাদ ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কথিত কটুক্তির গুজব ছড়িয়ে পিরোজপুরের নাজিরপুরে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে হয়রানী ও গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে। 

 

প্রাণ কৃষ্ণ হালদার নামের ৫০ বছর বয়সি ওই ব্যক্তিকে স্থানীয় সদর হাসপাতাল সংলগ্ন বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী এসএম রিয়াজ উদ্দিন তার বিরুদ্ধে ইসলাম নাজিরপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। ২ জুন মঙ্গলবার সকালে মামলার পরপরই অভিযুক্ত প্রাণ কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ।

নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির  জানান, ইসলাম ও মুহম্মাদ (স:)কে নিয়ে কটুক্তিকর পোস্ট দেয়ায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বরিশাল টাইমস

Exit mobile version