Site icon অবিশ্বাস

বংশালে ‘ইমাম মাহাদির’ সৈনিক হতে চাওয়া আরও দুই জেএমবির জঙ্গি গ্রেফতার

কথিত ইমাম মাহাদির সৈনিক হিসেবে যোগ দিতে সৌদি আরবে হিজরতে যেতে চাওয়া আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

 

তারা হলেন- মো. আব্দুর রহমান (২৯) ও মো. রবিউল ইসলাম (৩৩)।

বুধবার (৬ মে) বংশাল থানাধীন সুরিটোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল, দু’টি পাসপোর্ট, ৩৮ হাজার ৮০০ টাকা এবং ২ হাজার ৪৬০ মার্কিন ডলার জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তোহিদুল ইসলাম জানান, এর আগে গত ৪ মে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাবলিগের নামে সৌদি আরব গিয়ে ইমাম মাহাদির সঙ্গে সাক্ষাতের আশায় কথিত ‘হিজরত’ করা জেএমবির ১৭ অনুসারীকে গ্রেফতার করা হয়।

বংশাল থেকে গ্রেফতার দুইজনও একই মামলার পলাতক আসামি। তারাও ইমাম মাহাদির সৈনিক হিসেবে হিজরত করতে চাওয়া দলের সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি তোহিদুল ইসলাম।

বাংলা নিউজ

Exit mobile version