Site icon অবিশ্বাস

বগুড়ার ধুনটে মন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর

বগুড়ার ধুনট উপজেলায় রাধা গোবিন্দ মন্দিরে অগ্নিসংযোগ ও সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। সোমবার (২৯ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার টেংরাখালী সরকারি জলাশয়ের তীরে রাধা গোবিন্দ মন্দিরে সরস্বতী প্রতিমা রয়েছে। সেখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা-পার্বন করে থাকেন। ওই মন্দিরে কোন নৈশপ্রহরী থাকে না। এ সুযোগে সোমবার রাতে কে বা কারা রাধা গোবিন্দ মন্দিরে অগ্নিসংযোগের পর সরস্বতী প্রতিমাটি ভাঙচুর করেছে।

সংবাদ পেয়ে মঙ্গলবার সকালের দিকে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও থানায় অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের নির্দেশে রাধা গোবিন্দ মন্দির থেকে ভাঙচুর হওয়া সরস্বতী প্রতিমাটি টেংরাখালী জলাশয়ে বিসর্জন দেওয়া হয়েছে।

টেংরাখালী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকা চন্দ্র হাওলাদার জানান, রাতে কে বা কারা মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুর করেছে। তবে ধারণা করা হচ্ছে টেংরাখালী জলাশয়ের ইজারা বন্দোবস্ত নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে তদন্ত কাজ অব্যাহত রাখা হয়েছে।

কালের কণ্ঠ

Exit mobile version