Site icon অবিশ্বাস

বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণ মামলায় বাচ্চু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ঢাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে তাকে বগুড়ায় আনে নন্দীগ্রাম থানা পুলিশ । বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ সরকার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানানয়, গত ১৭ ডিসেম্বর সকালে ছেলে কাজে গেলে পুত্রবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে বেলা ১১টার দিকে বাচ্চু মিয়া ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার গৃহবধূ ঘটনাটি স্বামী ও তার বাবাকে জানান। এরপর তিনি বাবার বাড়িতে চলে যান। গ্রামে ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া বাড়ি থেকে পালিয়ে যান। পরে ওই গৃহবধু নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ সরকার জানান, মঙ্গলবার বিকেলে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version