বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে ১৩ এপ্রিল সোমবার রাতে শাহিন আলম ওরফে রুবেল নামক একজনকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের হাসাগাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে শাহিন আলম ওরফে রুবেল একই গ্রামের এক নবম শ্রেণির ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এরই জের ধরে গত ৪ দিন পুর্বে মা বাড়িতে না থাকার সুযোগে অসৎ উদ্দেশ্যে প্রেমিক শাহিন আলম ওরফে রুবেল ওই বাড়িতে প্রবেশ করে ছাত্রীটির সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গত ৯ এপ্রিল মেয়ের মা বাদি হয়ে শেরপুর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশের এসআই পুতুল মোহন্ত ১৩ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে লম্পট শাহিন আলম ওরফে রুবেলের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগের প্রেক্ষিতে শাহিন আলমকে আটক করা হয়েছে।